উদ্দীপকের ১ম চিত্রে মোম গলে পড়ার পরবর্তী অবস্থা ব্যাখ্যা কর?
উদ্দীপকের ১ম চিত্রে মোম গলে পড়ার পরবর্তী অবস্থা ব্যাখ্যা কর?
উত্তর: উদ্দীপকের ১ম চিত্রে মোম গলে পড়ার অবস্থাটি তরল অবস্থা। এর পরবর্তী অবস্থা হলো কঠিন।
নিচে তা ব্যাখ্যা করা হলো-
মোমের জ্বলনে পদার্থের তিন অবস্থা দেখা যায়। যেমন- কঠিন, তরল এবং গ্যাসীয়।
কঠিন অবস্থায় তাপে যখন মোম গলে তরলে পরিণত হয়; তখন কিছু অংশ বাষ্পেও পরিণত হয়।
এর পরবর্তী ধাপে মোমের কিছু অংশ নিচে জমে কঠিন মোমে পরিণত হয়।
আরো পড়ুন: ষষ্ঠ শ্রেণির সকল অ্যাসাইনমেন্ট
অর্থাৎ, এ ধাপটিতে পদার্থের কঠিন অবস্থা বিরাজ করে।
কোনো বস্তু যতটুকু জায়গা দখল করে সেটি ঐ বস্তুর আয়তন। সকল কঠিন বস্তুই জায়গা দখল করে, তাই সকল কঠিন বস্তুরই আকার ও আয়তন আছে।
কঠিন পদার্থের আকার ও আয়তন সহজে পরিবর্তন করা যায় না। এরা যথেষ্ট দৃঢ় অর্থাৎ এদের দৃঢ়তা আছে। তবে কিছু কিছু কঠিন পদার্থের দৃঢ়তা কম
যেমন- সরিষার দানা, ভাত, কলা ইত্যাদি।
আরো পড়ুন:
বিদ্যুৎ পরিবহনে তামার ব্যবহারের কারণ কি?
বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহী পদার্থের নাম লিখ?
তোমার পরিবারের কোন কোন কাজ টেকসই উন্নয়নের অন্তরায় তা চিহ্নিত করো?
Photo Credit: Pixabay
This is very helpful. Thank you
Thanks